আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

বাজেটের সাইজ যত বড় হয়,ব্যবসায়ীদের ওপর চাপটাও তত বাড়ে: এনবিআর চেয়ারম্যান

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:২৮

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ‘উন্নয়নের জন্য রেভিনিউ আর্ন করা দরকার সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঋণ করে বাজেট করছি। সেকারণে বাজেটের সাইজ বড় হয়েছে। ব্যবসায়ীদের ওপর চাপটা বেড়েছে।’

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) বেলা তিনটায় রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন  তিনি। রংপুর চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এসময় এনবিআর কর্মকর্তা ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়িরা  বক্তব্য রাখেন। এসময় রংপুর অঞ্চলের বাজেট বৈষম্য আসন্ন বাজেটে দূর করা না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না বলে উল্লেখ করেন বক্তারা। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার জন্য আসন্ন বাজেটে রাখার দাবি করেন বক্তারা।

এসময় বক্তাদের দাবির সাথে একমত প্রকাশ করে বৈষম্য দুর করার বিষয়টি সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,  ‘ আপনারা যেসব দাবি করলেন সেসব গুলোই  যৌক্তিক। এগুলো যদি আমরা এডসের করতে চাই তাহলে যেটা হবে সেটা হলো গত বছর ৩ লাখ কোটি টাকা এনবিআর কালেকশন করেছে। এবার হয়তো ২ লাখ ৮০ বা ৮৫ লাখ টাকাকালেকশন হবে। এই দাবিগুলো বাস্তবায়ন করতে হলে আরও ১ লাখ কোটি টাকা প্রয়োজন পড়বে। তাহলে এগুলো আমরা কিভাবে কাভার করবো ‘।

 এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যারা নিয়মিত কর দেন তাদের ওপর এই চাপটা আরও বেশি বাড়ে। আর যারা কর ফাঁকি দেন,   তাদের আমরা যারা কাজ করি তারা চিনি না। অথবা চিনতে চাই না। অথবা তাদেরকে আওতায় আনি না। ফলে করদাতা ব্যবসায়ীদের ওপর বিপদটা আরও বাড়ে। এই বিষয়গুলো আমরা নিজেরা চিহ্নিত করেছি । সে অনুযায়ী কাজ করা হবে। 

মন্তব্য করুন


Link copied