নিউজ ডেস্ক: শুরুতেই ওপেনার পাতুম নিসাঙ্কার উইকেট খোয়ানোর পর দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েছিলেন কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা। এই জুটি ভেঙে দুই ব্যাটারকেই সাজঘরের পথ চিনিয়েছেন বাংলাদেশের স্পিনার তানভীর ইসলাম। এরপর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট শিকার করেছেন খণ্ডকালীন বোলার শামীম পাটোয়ারী। এতে ৯৯ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছে স্বাগতিকরা।
শামীমের অফ স্টাম্পের বাইরের বল সজোরে হাঁকাতে মিড অনে ক্যাচ দিয়েছেন লঙ্কান অধিনায়ক। ফেরার আগে তার ব্যাটে এসেছে মোটে ৬ রান।
এর আগে দশম ওভারে তানভীরের বলের গতিপথ বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ দিয়েছেন মাদুশকা (১৭)। এরপর দ্বাদশ ওভারে অভিজ্ঞ কুশলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তানভীর। ৩১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৬ রান তুলে ফেলেছিলেন এই লঙ্কান ব্যাটার।
এদিকে ব্যাট হাতে অবদান রাখার পর বোলিংয়েও শুরুতেই জাদু দেখিয়েছেন সাকিব। দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার ইন-ফর্ম অপেনার পাতুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
তার বল ঠিকঠাক মোকাবিলা করতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ বলে ৫ রান করা নিসাঙ্কা।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারে ৪ উইকেটে ১১২ রান তুলেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৩৭ রান, বাংলাদশের চাই ৬ উইকেট।