নিউজ ডেস্ক: পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু হয়েছে আট থেকে ১০ মাস আগে। শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গত মঙ্গলবার করাচির এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর জিও নিউজের।
ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, হুমাইরার মরদেহ যখন উদ্ধার করা হয়, তখন দেহ মারাত্মকভাবে পচে গিয়েছিল এবং চেনা যাচ্ছিল না।
প্রতিবেদনে বলা হয়েছে, শরীরের কিছু অংশ সম্পূর্ণরূপে পেশীবিহীন টিস্যুতে পরিণত হয়েছে। হাড়গুলো স্পর্শ লাগলেই ভেঙে যায়। শরীরের হাড়ে কোন ভাঙ্গা শনাক্ত করা যায়নি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মরদেহ এতো বেশি পচন ধরেছে যে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। তবে, ডিএনএ প্রোফাইলিং করা হচ্ছে। এর মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা করছেন তদন্তকারীরা। রাসায়নিক বিশ্লেষণের জন্য চুলের ফিতা, কাপড় এবং রক্তের নমুনা পাঠানো হয়েছে।
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় করাচির একটি ভাড়া বাসায়। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করাচির ওই ফ্ল্যাটে সাত বছর ধরে একাই থাকতেন হুমাইরা আসগর। সেখানে থেকেই কাজ করতেন। নিয়মিত ভাড়া পরিশোধ করতেন তিনি। তবে প্রতিবেশীদের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না।
কিছুদিন ধরে তার অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পাশের বাসিন্দারা বিষয়টি টের পান এবং বাড়ির মালিককে জানান। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।