আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫ ● ১৩ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির

নাটকের অন্যতম কারিগর ‘হারুন চাচা’
সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির

শ্যামাসুন্দরী ঘিরে আশার আলো

গলার কাঁটা অবৈধ দখলদার
শ্যামাসুন্দরী ঘিরে আশার আলো

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেরোবির মুখতার ইলাহী হলে নতুন প্রভোস্ট চান শিক্ষার্থীরা 

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, রাত ১২:০০

Advertisement

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রায় ১ মাস ধরে হলে আসেন না শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের দাবি হয় তিনি হলে আসবেন না হয় নতুন প্রভোস্ট নিয়োগ দিতে হবে। 
 
এদিকে প্রভোস্ট শূন্য হলে নানান সমস্যা দেখা দিয়েছে। হলের খাবারের নিম্নমান, পানির ফিল্টার নষ্ট,ওয়াইফাই কাজ না করা সহ একাধিক সমস্যা তৈরি হয়েছে। এগুলো সমাধানে প্রভোস্টের কোনো উদ্যোগ নেই। 
 
রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, গত ৫ আগস্ট বিশেষ খাবারের  অব্যবস্থাপনার দায়ে ৭ আগস্ট বিকেলে পদত্যাগপত্র জমা দেন হল প্রভোস্ট কামরুজ্জামান। এরপর থেকে আর তিনি হলে আসেন না। 
 
এ ব্যাপারে হল প্রভোস্ট ড. কামরুজ্জামান বলেন, আমি হলের দায়িত্ব নেই। আমি হলে আর যাই না। কোনো কাগজে সাক্ষর করি না। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রশাসন তা এখনো গ্রহণ করেনি। 
 
এদিকে হল প্রভোস্টের এমন নাটকীয়তায় ক্ষিপ্ত আবাসিক হলের শিক্ষার্থীরা। হলের একাধিক শিক্ষার্থী জানান, হল প্রভোস্ট ছাড়া হল কীভাবে চলে। এক মাস হতে চলল হলে প্রভোস্ট নেই। কোনো সমস্যা সমাধান হচ্ছে না।
 
হলের আবাসিক শিক্ষার্থী মো. সাকিব বলেন,  আমাদের ৬ তলায় ফিল্টার নষ্ট। যেদিন ফিল্টার দেয় সেদিন থেকেই নষ্ট। আমি নিজে অনেকবার গেছি। এছাড়া আমাদের ফ্লোরের অনেকেই গেছে অভিযোগ দিছে তারপরও সমাধান নাই। আমরা ট্যাবের পানি খাচ্ছি। 
 
আরেক শিক্ষার্থী মমিন বলেন, হয় হল প্রভোস্ট কাজে ফিরুক না হয় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হোক। এমন নাটক আর মেয়ে নেওয়া যায় না। হলের ওয়াইফাইও কাজ করে না। শত অভিযোগ দিলেও কাজ হয় না। অভিভাবক শূন্য হল কীভাবে চলবে। 
 
হলের অব্যবস্থাপনা নিয়ে আবাসিক শিক্ষার্থী মো. নয়ন বলেন, প্রায় এক মাস হতে চলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ মুখতার ইলাহি হল প্রভোস্ট নেই। পানির নতুন ফিল্টার দিলেও ছয় তলায় একটি ফিল্টার অকেজো হয়ে পড়ে আছে বারবার অভিযোগ জানালেও সেটি এখনো ঠিক করা হয়নি। ওয়াইফাই এর বিষয়টি আরো বেশি গুরুতর, অনেকদিন থেকেই  ওয়াইফাইয়ের বিষয়ে অভিযোগ জানালে রাউটার চেঞ্জ করার কথা বলে, পরবর্তীতে রাউটার চেঞ্জ করে নতুন রাউটার লাগানোর হলেও ওয়াইফাইয়ের সেই বেহাল দশায় রয়ে গেছে। এ বিষয়ে অফিস কর্তৃপক্ষকে আবারো অভিযোগ জানালে তারা বলে এই বিষয়টি তাদের হাতে নেই, এগুলো অনেক লং প্রসেস, এগুলো একটা নির্দিষ্ট কোম্পানির দেয়া । ভিসি স্যারকে এই ওয়াই-ফাই বিষয়ে বলেছিলাম, তিনি বলেন এটি ইউজিসি থেকে মেইনটেইন করা হয়। তাহলে আমার প্রশ্ন,  আমরা কি এই ইন্টারনেট বেহাল দশার সুরাহা পাবনা? 
 
তিনি আরও বলেন, ওয়াইফাইয়ের এই বিষয়টি কোম্পানির গাফিলতির কারণেই হচ্ছে, এই বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত ও জোরদার পদক্ষেপ নিতে হবে। 
 
বেরোবি শাখা ছাত্রদল আহ্বায়ক আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের চরম আবাসন সংকট। দুইটি ছেলেদের হল ও মেয়েদের একটি হল। তারপরও আবার অব্যবস্থাপনা ও অপরিষ্কার হল। খাবারের মান নিম্নমানের।
 
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি হল প্রভোস্ট পদত্যাগ করেছেন। ১ মাস থেকে হলে প্রভোস্ট যান না। তাহলে এখানে কেন নতুন প্রভোস্ট দেওয়া হচ্ছে না। প্রভোস্ট ছাড়া তো হল চালানো যায় না। প্রশাসনকে দ্রুত হলের বিষয়গুলো সমাধানের আহ্বান জানাই। 
 
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, পারিবারিক কারণে হল প্রভোস্ট ছুটিতে ছিলেন। সোমবার (২৫ আগস্ট) রংপুরে এসেছেন।  হলে অন্যান্য সহকারী প্রভোস্টরা হলে যাচ্ছেন। কাজ করছেন।

মন্তব্য করুন


Link copied