আর্কাইভ  শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত

মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত

তফসিল ঘোষণার আগেই পদ ছাড়ছেন ছাত্র উপদেষ্টারা!

তফসিল ঘোষণার আগেই পদ ছাড়ছেন ছাত্র উপদেষ্টারা!

যে কারণে হাসিনার মামলায় লড়বেন না জেড আই খান পান্না

যে কারণে হাসিনার মামলায় লড়বেন না জেড আই খান পান্না

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

তফসিল ঘোষণার আগেই পদ ছাড়ছেন ছাত্র উপদেষ্টারা!

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, রাত ০৮:২৮

Advertisement

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগেই তারা এই পদত্যাগ করবেন। এ কারণে উপদেষ্টা পরিষদে নতুন মুখ দেখা যেতে পারে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে এই দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন। বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

সূত্রমতে, ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসাবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব, তা এখনো ঠিক করিনি।’

তিনি জানান, শুধু দুজন উপদেষ্টা নন, আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন করতে পারে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করেনি।

অন্যদিকে গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কবে পদ ছাড়ব, তা এখনো জানি না।’ ২৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘নভেম্বরেই শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে।’

ওই বক্তব্যের পরপরই বিবৃতি দেয় সরকার। তাতে বলা হয়, নভেম্বরে কেবিনেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করে যাবে।

এদিকে নির্বাচনি নানামুখী জোটের হিসাব-নিকাশও এগিয়ে চলছে। জোটবদ্ধ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক বসে। দীর্ঘ এ বৈঠকে জোটের জন্য কয়েকটি বিকল্প অপশন নিয়ে আলোচনা হয়। তবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে (আপ বাংলাদেশ) জোটভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়ায় মাঝপথে আলোচনা থেমে যায়।

বৈঠকে উপস্থিত ৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন আপ বাংলাদেশের সঙ্গে জোট করার পক্ষে মত দেন। বাকিরা বিএনপির সঙ্গে জোট করতে বা আলাদাভাবে নির্বাচন করতে চান। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া জামায়াতের সঙ্গে জোট করতে একেবারেই রাজি নন এনসিপি নেতারা। 

মন্তব্য করুন


Link copied