মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরের হারাগাছে জাল ব্যান্ডরোল মজুতের দায়ে রংপুর মহানগর দায়রা জজ আদালত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর মামলায় দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, হারাগাছ থানার মামলা নং ০৩, তাং ০২ জানুয়ারি ২০২১; ধারা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর ২৫(এ)/২৫(এ)(বি) এবং জি.আর. নং ০৩/২১–এর ভিত্তিতে স্পেশাল ট্রাইঃ মামলা নং ৯৮/২৫ মূলে বিচার কার্যক্রম পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ বাবুল মিয়া (৪৫), পিতা মৃত মনছুর আলী, মাতা মোছাঃ নূরবানু, সাং বকসা, থানা হারাগাছ মহানগর রংপুর; এবং মোঃ মুকুল মিয়া (৩৬), পিতা মৃত করিম উদ্দিন, মাতা মোছাঃ রাশেদা, সাং ভগীরথ মাছহাড়ী (উদয় নারায়ন মাছহাড়ী), থানা হারাগাছ মহানগর রংপুর। তারা হরিণ বিড়িসহ বিভিন্ন বিড়ির জাল ব্যান্ড রোল তৈরি ও মজুদ করতেন।
অভিযোগপত্র আদালতে উপস্থাপনের পর সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ আব্দুল হাদী বেলাল। তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্কে আসামিদের অপরাধ প্রমাণে সক্ষম হন।
রায়ে আদালত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর ২৫A(b) ধারায় বর্ণিত অপরাধে দুই আসামিকে ১৪ (চৌদ্দ) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।