মমিনুল ইসলাম রিপন রংপুর।। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নগরীর দর্শনা বিএন স্কুল ও কলেজ মাঠে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে দর্শনা মোড় এলাকাবাসী।
রংপুর মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা জামাল উদ্দীন ফয়জীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, দর্শনা বিএন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ আকম আনোয়ারুল ইসলাম দুলাল, বর্তমান অধ্যক্ষ নুরুজ্জামান বকুল অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিউল আলম, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক মাও আজিজুল ইসলাম তুর্কী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সহ সাধারণ সম্পাদক হায়দার আলী পলাশ, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুকুল, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, সাধারণ সম্পাদক আবু আলী মিঠু, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ফোরাম রংপুরের সভাপতি এজিএম আব্দুর রাজ্জাক লাভলু, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ লিয়ন, বিএনপি নেতা মাসুদ পারভেজ মজনু,দর্শনা মোড় ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রাকিব হাসান রাজিব, দর্শনা মোড় জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন, স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
জানাগেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত ৫ দিন ধরে আসিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায় রংপুর সদর -৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে রংপুর মহানগরীতে দোয়া ও মিলাদ মাহফিলসহ রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।