নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. আল মামুনকে এনসিপি রংপুর জেলার আহ্বায়ক করা হয়েছে। এছাড়া এরশাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র সমাজের সভাপতি আল মামুন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।