এর মধ্যে তাসনিম জারাসহ বেশ কয়েকজন নারী দলটি থেকে মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া ঢাকা–১৭ আসন থেকে ডা. তাজনূভা জাবীন, ঢাকা ১২ থেকে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, ফরিদপুর–৩ সৈয়দা নীলিমা দোলা, চট্টগ্রাম–১০ সাগুপ্তা বুশরা মিশমা, খাগড়াছড়ি থেকে মনজিলা সুলতানা, নওগাঁ– ৫ আসন থেকে মনিরা শারমিন ও সিরাজগঞ্জ–৩ আসন থেকে দিলশানা পারুল নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এনসিপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে ঢাকা–১ আসনে রাসেল আহমেদ, ঢাকা ১৮–নাসীরুদ্দিন পাটওয়ারী, ঢাকা–৪ জাহিদুল ইসলাম, ঢাকা–১১ নাহিদ ইসলাম, নরসিংদী–২ থেকে সারোয়ার তুষার এবং কুমিল্লা– ৪ আসনে হাসনাত আবদুল্লাহ।
এদিকে পঞ্চগড়–১ আসনে সারজিস আলম, নীলফামারী– ৩ আবু সাঈদ লিমন, রংপুর–১ মোহাম্মদ আল মামুন, রংপুর ৪–আখতার হোসেন এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে নওগাঁ–২ আসনে মো. মাহফুজুল চৌধুরী, সিরাজগঞ্জ–৬ এস এম সাইদ মোস্তাফিজ, চুয়াডাঙ্গা–১ ফারুক এহসান, যশোর–৪ আসনে শাহজাহান কবির এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওইদিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি গঠন করা হয় এনসিপি।













