নিউজ ডেস্ক: কিছুক্ষণ পর চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে, ফলে গৌহাটির এই লড়াইটি হতে যাচ্ছে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতার। মঙ্গলবার (০৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে দুর্দান্ত সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।
২০২২ বিশ্বকাপ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নেই। তাই আজকের ম্যাচটি নিগার জ্যোতির দলের জন্য এক বিরল ও গুরুত্বপূর্ণ পরীক্ষা।
পাকিস্তানের বিপক্ষে জয় দলের মনোবল বাড়িয়ে দিয়েছে বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়, যা বাকি ম্যাচগুলোতেও ভালো করতে সাহায্য করে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের বিশ্লেষক দল থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা নাম দেখে নয়, নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব। এই মঞ্চেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।
নারী বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস। ভারতে খেলা সম্প্রচার করছে জিওস্টার, আর তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টার-এও ম্যাচ দেখা যাবে অনলাইনে। এ ছাড়া টিভিতে খেলা দেখাবে স্টার স্পোর্টস।
ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের দর্শকরাও জিওস্টার ও স্টার স্পোর্টসের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন।