আর্কাইভ  সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫ ● ১৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেটারদের দলাদলি দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:৪৭

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। ঢাকার ১৫টি ক্লাবকে বাদ দিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হওয়া সমালোচনা এখনো থামেনি।

যদিও চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া সেই ক্লাবগুলো।

এদিকে বিসিবি নির্বাচনে ঘিরে নানা বিতর্কের মধ্যেই জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর এবং মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেন। তারা লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ’

বিষয়টি ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলা যাওয়া ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। ’

আসিফ মাহমুদের মতে, ক্রিকেটারদের দলাদলি নতুন কিছু নয়, তবে বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, ‘এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও হচ্ছে। এটা খুব দুঃখজনক। যারা এগুলো করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত। ’

তবে একই সঙ্গে তিনি কিছু গুঞ্জন পরিষ্কার করেন।

উদাহরণ হিসেবে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে তিনি বলেন, ‘তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল করা হয়নি। তাকে গুজব শোনানো হয়েছিল। ’

এমন বিতর্কিত আলোচনার মাঝেই আসিফ মাহমুদ বিশেষভাবে উল্লেখ করেন তার প্রিয় ক্রিকেটারের নাম। তিনি বলেন, আশরাফুল ভাই আমার প্রিয় খেলোয়াড়।

মন্তব্য করুন


Link copied