মমিনুল ইসলাম রিপন রংপুর॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজি) যৌথ আয়োজনে রংপুর বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, "এবার প্রথমবারের মতো সাংবাদিকদের মেধাবী ৩০৫ জন সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হলো। ঢাকার পর সর্বোচ্চ সংখ্যক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে রংপুরে।" তিনি আরও জানান, "যেসব শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে, তারা আগামীবার ভালো ফলাফল করলে পুনরায় আবেদন ছাড়াই বৃত্তি পাবে।"
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ভবিষ্যতে সাংবাদিক সন্তানদের আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মুহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর বিষয়ে একটি নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদিত হলে শিগগিরই কার্যকর হবে।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, "সাংবাদিকদের সন্তানরা আজ যে বৃত্তি পাচ্ছেন, তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাংবাদিকরা যেন তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।"
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান।