আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করল আইসিসি

সোমবার, ২ জুন ২০২৫, রাত ১০:২৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করেছে আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। যেখানে অংশ নেবে বিশ্বের সেরা আটটি দল। টুর্নামেন্টটি ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের ১৩তম আসরটি অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে: বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, গৌহাটির এ.সি.এ. স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এ.সি.এ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত একটি ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে উদ্বোধন করবে এই টুর্নামেন্ট। ১২ বছর পর আবারও ভারতে ফিরছে নারী ওয়ানডে বিশ্বকাপ, তাই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটি অথবা কলম্বোতে, এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে বেঙ্গালুরু অথবা কলম্বো।

এই আসরে অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যারা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল। এ পর্যন্ত সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ জয়ের কৃতিত্বও তাদের।

একইসাথে, আইসিসি ২০২৬ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল সূচিও ঘোষণা করেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “নারীদের ক্রিকেট নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে, তা আরও উচ্চতায় পৌঁছানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই দুটি আসর নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

মন্তব্য করুন


Link copied