আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নারীরা স্বামীর কাছে যেসব কথা গোপন করেন

সোমবার, ১ আগস্ট ২০২২, সকাল ০৯:২৭

Advertisement Advertisement

ডেস্ক: জীবনে চলার পথে অনেক সময়ই কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। তাই আমরা জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই গোপন রাখি। কিছু ক্ষেত্রে তা ইচ্ছাকৃত। আবার কিছু ক্ষেত্রে অস্বস্তি এড়াতে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য গোপন করে থাকি আমরা। এ ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরাই বেশি গোপন করে। বিশেষ করে বিয়ের পর। এমনকি স্বামীর কাছেও মুখ ফুটে বলতে পারেন না কিছু কথা।

নিজের পছন্দ করা মানুষের সঙ্গে বিয়ে হোক কিংবা পরিবারের বেছে দেওয়া মানুষ—বিয়ের পর অন্য পরিবেশ ও চারপাশের মানুষগুলো হঠাৎ বদলে যাওয়ায়; সাধারণত মেয়েরা দিন কয়েক গুটিয়েই থাকে। এ সময়ে তাদের মনে বেশ কিছু বিষয় গোপন করে যাওয়ার প্রবৃত্তি তৈরি হয়। বিয়ের পর কমবেশি সব মেয়েই এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হন। 

সাধারণত বিয়ের পর মানুষের জীবনে নাটকীয়ভাবে অনেক কিছুর পরিবর্তন ঘটে। এ অবস্থায় এসে পড়ে অনেক দায়িত্ব। তাই প্রতিটি মানুষকে এ সময় অবশ্যই সতর্ক হয়ে যেতে হয়।

যদিও কথায় আছে, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুই গোপন করা উচিত নয়, তবে জীবনে এমন কিছু বিষয় আছে যা দাম্পত্য জীবনে গোপন থাকাই ভালো। আর এ কারণে অনেক নারীই কিছু বিষয় গোপন রাখেন পুরুষের কাছে।

বিয়ের পর অধিকাংশ মেয়ে যেসব কথা স্বামীর কাছে বলতে পারেন না–

১. বিয়ের পর বেশির ভাগ মেয়েই অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করেন। তাদের মনে হয় সঙ্গীর কাছে সব বললে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরোনো প্রেম নিয়ে মন খুলে কথা বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা পান না।

২. নতুন বিয়ের পর অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় কোনো আত্মীয়র ব্যবহার বা কথায় আঘাত পেয়ে থাকে। তারপরও প্রথম দিকে স্বামীর কাছে সেসব কথা অনেক মেয়েই গোপন করেন।

৩. শারীরিক নানা সমস্যা অনেকেরই থাকে। বিয়ের পর তা নিয়েও খুব একটা সহজ হতে পারেন না অনেক মেয়ে। বরং এ নিয়ে তারা অস্বস্তিতে ভোগেন। মেয়েদের এই স্বভাবের কারণেই অনেক সময়ে জটিল রোগে আক্রান্ত হলেও তা দেরিতে ধরা পড়ে।

৪. বাপের বাড়ির কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপোড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে শ্বশুড়বাড়ির মানুষকে জানাতে দ্বিধাবোধ করেন।

৫. যৌনজীবনের ক্ষেত্রেও নিজের পছন্দ-অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা অনেক মেয়েই সঙ্গীর কাছে বলে উঠতে পারেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক দীর্ঘদিনের হলে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশির ভাগ নারী তা পেরে ওঠেন না।

মন্তব্য করুন


Link copied