আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

নীলফামারীতে ভুয়া এনএসআই কর্মকর্তা সহ গ্রেফতার দুই

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩, বিকাল ০৭:২৬

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলা শাহজাহান আলী(৩৭) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই ভুয়া ব্যাক্তির সাথে থাকা প্রাইভেট কার সহ চালককেও গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বিকালে উপজেলা সরকার খাদ্যগুদাম এলাকা হতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহরের নতুন বাবু পাড়া মৃত ইয়াসিন আলী ছেলে শাহজাহান আলী(৩৭) ও একই উপজেলার সোনাখুলি নলছাপাড়া এলাকার কেতাব আলীর ছেলে প্রাইভেটকারের গাড়ী চালক আতাউর রহমান(৩৫)। 
পুলিশ জানান, উপজেলার খাদ্যগুদামে একটি প্রাইভেট কারেকরে চালক সহ এনএসআই ফিড অফিসার পরিচয়ে শাহজাহান আলী তদন্ত করতে এসেছেন জানিয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে ভয়ভীতি দেখিয়ে মোটাঅংকের টাকা দাবি করে। বিষয়টি সন্দেহ হলে খাদ্য গুদামের  কর্মকর্তা তাৎক্ষনিক থানা পুলিশকে অবগত করে। পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এদিকে খাদ্য বিভাগের পক্ষে জানানো হয়েছে ওই প্রকারক এর আগে রংপু তারাগঞ্জ খাদ্যগুদাম ও সৈয়দপুর খাদ্যগুদামে একই পরিচয় দিয়ে এসেছিলেন। এই খাদ্যগুদামে সুবিধা করতে না পেরে কিশোরীগঞ্জ খাদ্য গুদামে গিয়ে প্রতারনা করার সময় গ্রেফতার হয়।
কিশোরীগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় জানান, এ ঘটনায় খাদ্যগুদাম কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের  আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন


Link copied