পাবর্তীপুর, প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে ঢাকা-৮ আসনের স্বতত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ ও ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবিতে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকা মোড় কোচ চত্তর থেকে প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুল রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল রহমান স্বপন বলেন, অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনিত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসং গণসংযোগে গুলি ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবির আহবান জানান। প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।