আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

প্রাক্তন কি ফিরে আসার চেষ্টা করছে—বুঝে নিন ৫ ইঙ্গিতে

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, সকাল ০৯:৪৮

Advertisement Advertisement

ডেস্ক: বিভিন্ন কারণে হয়তো প্রেমে ইতি টেনেছেন। কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত নিয়েও আজও ভালো থাকছেন না। এজন্য প্রতি পদেই ভাবছেন, প্রাক্তন হয়তো ফিরে আসতে চাইছেন আপনার জীবনে। আশঙ্কা সত্যি কি না বুঝবেন কীভাবে? চিকিৎসক এবং মনোবিদেরা বলছেন, পাঁচটি সহজ ইঙ্গিতে প্রাক্তনের উদ্দেশ্য কী, তা জেনে নিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি

যদি আপনার প্রাক্তন সত্যিই আপনার জীবনে ফিরতে চান, তবে নিশ্চিত ভাবে আপনার সমাজমাধ্যমে তিনি নজর রাখতে চাইবেন। কারণ সেখানেই আপনার দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে পারবেন তিনি। খেয়াল রাখুন প্রাক্তন আপনার সমাজমাধ্যমের পোস্টে লাইক বা মন্তব্য করছেন কি না।

মাঝেমধ্যেই শুভেচ্ছা বার্তা

জন্মদিন কিংবা আপনার জীবনে বড় কোনো সাফল্য। সময় করে আপনাকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন কি আপনার প্রাক্তন? তবে হতে পারে, আপনাকে এখনও তিনি ভুলতে পারেননি।

চেনা বন্ধুদের কাছে খবর নেওয়া

দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। নিশ্চয়ই দু’জনেরই বন্ধুদলে এমন কোনও কোনও বন্ধু থাকবেন যাঁরা দু’জনেরই কাছের। আপনার প্রাক্তন যদি আপনার জীবনে ফিরতে চান, তবে ওই সমস্ত বন্ধুর কাছে আপনার প্রসঙ্গ উত্থাপন করতে পারেন।

মাঝেমধ্যেই দেখাসাক্ষাৎ হয়ে যাওয়া

বন্ধুর বাড়ি, কর্মক্ষেত্র বা অন্যান্য যে সমস্ত জায়গায় আপনারা একসঙ্গে যেতেন, সেখানে কি মাঝেমধ্যেই প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে? ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় না-ও হতে পারে। এমনও হতে পারে, আপনার সঙ্গে সাক্ষাতে কথাবার্তা নতুন করে শুরু করার জন্যই তিনি উপস্থিত থাকছেন ওই সমস্ত জায়গায়।

ক্ষমা প্রার্থনা করা

প্রাক্তন জীবনে ফিরতে চাইলে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইবেন। নতুন করে সবকিছু শুরু করার আবেদন জানাবেন। অতীতে যা ঘটেছে তা সহজ করার চেষ্টা করবেন।

তবে এটাও মনে রাখতে হবে, দীর্ঘ দিনের সম্পর্কের পরে পুরনো সঙ্গীকে ভোলা কঠিন। যদি কেউ প্রকৃত ভালবেসে থাকেন, তবে কয়েক মাসেই তাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আবেগকে বিদায় জানানোও সম্ভব নয়। তাই আপনার প্রাক্তনের থেকে যদি নিরাপত্তার অভাব বোধ না করেন, তবে তাঁর সঙ্গে সংবেদনশীল আচরণ করুন।

মন্তব্য করুন


Link copied