নিউজ ডেস্ক: গতকাল ২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২ টায় বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী আহসানুল আরেফিন তিতু রংপুর-১ আসন এবং
আনোয়ার হোসেন বাবলু রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।ফরম উত্তোলনের পর সংবাদ মাধ্যমে প্রার্থীদ্বয় বলেন আমাদের পার্টি বাসদ(মার্কসবাদী)র মনোনীত প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।সরকারের কাছে আমাদের দাবি নির্বাচনের উপযোগী একটা ভীতিমুক্ত পরিবেশ নির্মাণ করতে হবে।নির্বাচন বাতিল করার জন্য সারাদেশে মব সন্ত্রাস,অগ্নিসংযোগ,আগুনে পুড়িয়ে হত্যা,প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ঘৃনা এবং আক্রমণের পরিবেশ তৈরি করতে যারা প্রচার চালাচ্ছে,উস্কানি দিচ্ছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।অবৈধ সকল অস্ত্র উদ্ধার করতে হবে এবং বৈধ অস্ত্র নির্বাচনের আগেই জমা নিতে হবে।এছাড়া প্রার্থীরা আরও বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।