নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগের দুই আসরে ধারাবাহিকভাবে শিরোপা জয়ে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি টাইগার যুবাদের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ওঠা পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষেও একচেটিয়া দাপট দেখায়। ম্যান ইন ব্লু' যুবাদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান দল।
রবিবার (২১ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে সামির মিনহাসের রেকর্ড ১৭২ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২৬ দশমিক ২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।