আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে দুর্নীতি প্রতিরোধে শত নাগরিকের শপথ

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:৪৪

Advertisement Advertisement

সংবাদ বিজ্ঞপ্তি: ৭ নভেম্বর ২০২৪, রংপুর: রংপুরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। আজ রংপুরের আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর-এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সভায় তাঁরা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
 
সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর সভাপতি ড. শাশ^ত ভট্টাচার্য এর সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা। এছাড়াও সনাক এর পক্ষ থেকে সনাক সহ-সভাপতি প্রফেসর মো. শাহ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মো. সিদ্দিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী। ইয়েস-এর পক্ষ থেকে দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানভিত্তিক এসিজি এর সমন্বয়ক, সহ-সমন্বয়ক মোট ৩৫জন অংশগ্রহণকারী অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
 
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখানে যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে তা হলো কিছু বিদ্যালয়ে নিয়মিত ছাত্র উপস্থিতি কম, কিছু বিদ্যালয়ের শিক্ষার জন্য উপযুক্ত অবকাঠামো ও পরিবেশ না থাকা, বিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতা ইত্যাদি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, অপর্যাপ্ত ঔষুধ সরবরাহ, ঔষুধ প্রদানের ক্ষেত্রে ঔষুধ সেবনের নির্দেশনা থাকে না ইত্যাদি। এছাড়াও দৃশমান স্থানে সেবা সংক্রান্ততথ্য না থাকা, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে, সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. মো: আলমগীর কবির। আলোচনা সনাক সভাপতির নেতৃত্বে সকল সদস্যবৃন্দকে শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়।
 
আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ ধরণের আয়োজনের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  

মন্তব্য করুন


Link copied