মমিনুল ইসলাম রিপন: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতির মাধ্যমে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর জুলাই চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুলিশ লাইনস মোড়, কাচারি বাজার প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় পাঁচ দফা দাবি আদায় বিভিন্ন স্লোগানি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে জামায়াতের বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা।
পরে জামায়াতের রংপুর জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দ রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রধান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী ও মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান।
এসময় তারা বলেন, আগামী নভেম্বরে গণ ভোট দেয়া, পিয়ার পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি শুধু জামায়াতে ইসলামীর দাবী নয়। এটি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি। সুতরাং এই দাবি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে।
বক্তার আরো বলেন, জুলাই অভ্যুত্থানে বাংলার হাজারো ছাত্র জনতা তাদের জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাদের হত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে হবে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ তথা স্বৈরাচারীর সহযোগিতার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর শাখার সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, অধ্যাপক আবুল হাসেম বাদল,এডভোকেট কাওছার আলী সহ আরো অনেকে।