ডেস্ক: সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান, সাইফুল ইসলামের মাতা মোছা. (৯০) গুরুতর অসুস্থ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন থেকে চিকিৎসাধীন আছে । রোগ মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
গত সপ্তাহে মহানগরীর মুন্সিপাড়া নিজ বাড়িতে স্টক করলে সেনিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে অক্সিজেন, পটাশিয়াম,হার ক্ষয়,কানে ইনফেকশন,প্রেশার ও ডায়াবেটিস সহ নানা সংকটে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে জাহাঙ্গীর খান,হাজী জহুর উদ্দিন হিরা, ঠিকাদার মোঃ মানিক, সাংবাদিক সাইফুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানের আই রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, রংপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বনিক বার্তা রংপুর প্রতিনিধি এস এম পিয়াল, প্রেসক্লাবের সদস্য ও প্রতিদিনের বার্তার বার্তা সম্পাদক মোশারফ রাজু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলামের মা জহুরা বেগম এর পাশে সময় দেন , খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে তিনি হারক্ষয়,হাই প্রেশার, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস, পটাশিয়াম উঠানামা সহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতেন।