আর্কাইভ  শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫ ● ৫ পৌষ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ:
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ

শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ

হাদির শিক্ষা ও শিক্ষকতা জীবন

হাদির শিক্ষা ও শিক্ষকতা জীবন

৮ মাস পর ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল তালিবান

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:৫৮

Advertisement

নিউজ ডেস্ক: প্রায় আট মাস তালিবানের হাতে বন্দি থাকার পর মুক্তি পেলেন এক ব্রিটিশ দম্পতি। মুক্তি পেয়ে তারা কাতারে তাদের মেয়ের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করলেন।

এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

৮০ বছর বয়সী পিটার রেনল্ডস ও তার স্ত্রী ৭৬ বছর বয়সী বার্বি রেনল্ডস আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে বসবাস করছিলেন। গত এক ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তাদের আটক করে তালিবান।

শুক্রবার সকালে কাতারের মধ্যস্থতায় তাদের মুক্তি দেওয়া হয়। পরে দোহায় পৌঁছালে মেয়ে সারা এনটউইসল তাদের স্বাগত জানান। দীর্ঘ আলিঙ্গনের পর তারা একসঙ্গে বিমানবন্দর ভবনের দিকে হেঁটে যান।  

চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে দম্পতি যুক্তরাজ্যে ফিরে যাবেন। যদিও তাদের দীর্ঘদিনের বসবাস ছিল আফগানিস্তানের বামিয়ান প্রদেশে।

তালিবান জানায়, দম্পতি আফগান আইন ভঙ্গ করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে আটকের কারণ প্রকাশ করেনি।

কাতারি এক কর্মকর্তা বিবিসিকে বলেন, শেষ পর্যায়ের আলোচনার সময় দম্পতিকে রাজধানী কাবুলের কারাগার থেকে একটি অপেক্ষাকৃত ভালো পরিবেশে সরিয়ে আনা হয়। সেখানে কাতারি দূতাবাস তাদের ওষুধ, চিকিৎসক এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়।

পিটার ও বার্বি রেনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেন। গত ১৮ বছর ধরে তারা একটি দাতব্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছিলেন। তালিবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পরও তারা আফগানিস্তানে থেকে যান। তখন অবশ্য অধিকাংশ পশ্চিমা নাগরিক সেদেশ ছাড়েন।

মন্তব্য করুন


Link copied