আর্কাইভ  শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ● ১০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

অসুস্থ হয়ে যাচ্ছি, আমাকে শান্তি দিন : প্রভা

বুধবার, ২৯ জুন ২০২২, দুপুর ০৪:০২

Advertisement

ডেস্ক: ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। অবশ্য নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ পান না। কারণ, তিনি সেই অপশন বন্ধ করে রেখেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রভার স্টোরিতে নজর আটকে পড়ে ভক্তদের। বেশ কয়েকটি ছবির সঙ্গে একটি ইংরেজিতে লেখা পোস্ট করেছেন এ অভিনেত্রী। তার সেই স্টোরি ঘিরে নেটিজেনদের বাড়তি আগ্রহ জন্মে। বিষয়টি কেন্দ্র করে বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। যা মোটেও ভালোভাবে দেখছেন না এ অভিনেত্রী।

প্রভা গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয় বানিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। একবারও কেউ আমার কাছে জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কি না? আমি হতবাক হয়ে গেছি। এমন আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই, তারা বোঝে না। এসব দেখে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি মানসিক শান্তি চাই। আমাকে শান্তি দিন।’

অভিনেত্রীর দাবি, তিনি ভালো উক্তি সংগ্রহ করেন এবং বিভিন্ন পোস্টে ও ছবির ক্যাপশনে সেগুলো ব্যবহার করেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি, সেটা সংগ্রহে রাখি। উক্তিগুলো প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা বানিয়ে সংবাদ করা হলে বিষয়টা খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আমি সংবাদ চাই না। আমার সংবাদের কোনো প্রয়োজন নেই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে? তাহলে কি আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমি ভালো থাকতে চাই। আমাকে ভালো থাকতে দিন।’

প্রসঙ্গত, প্রভা অভিনীত ‘কাউন্টডাউন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটি গত ৩১ মে থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ। এ ছাড়াও আসন্ন ঈদুল আজহায় বেশ কিছু সিঙ্গেল নাটক প্রচার হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন


Link copied