আর্কাইভ  বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ       এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল       বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলিত কয়লা ৪.৮১ লক্ষ টন       রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ       রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন      

 

কিশোরীগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:৩২

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম। 
বিমান রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। 
এলকাবাসী জানায়  আজ দুপুরে রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠান চলছিলেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মৌসুমি হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। এসময়ে তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর  পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থানার ওসি আরও জানান, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে থানায় নিয়ে আসার সময়ে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সিভিল গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময়ে অভিযানে থাকা চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে আসেন। ওসি আরও বলেন, এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন


 

Link copied