আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

চেকপোস্টে মাদক কারবারির ব্যাগে মিললো ৮ হাজার ইয়াবা

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, দুপুর ১২:৪৭

Advertisement

নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রথম দিনেই রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে ঢাকা থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম মো. জামাল হোসেন (৪৯)। সেসময় তার কাছ থেকে ইয়াবাসহ নগদ আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, এদিন বিকেল ৪টা থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকেল আনুমানিক সোয়া ৫টায় সন্দেহভাজন জামাল হোসেনের পিঠে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৪০টি নিল রঙের পলিথিনে রাখা আট হাজার হালকা গোলাপি রঙের ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার জামাল হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম এদিন বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন


Link copied