আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩ ● ৬ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: তাহলে কি ভাঙছে বিএনপি?       চিলমারী-রৌমারী রুটে শুরু হলো ফেরি চলাচল       রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার       পদ্মা সেতুর আয় হাজার কোটি টাকা ছাড়াল       রংপুরে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা      

নীলফামারীর আরো দুই উপজেলা ভুমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

সোমবার, ৭ আগস্ট ২০২৩, বিকাল ০৭:৩৬

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী বুধবার (৯ আগষ্ট) নীলফামারী জেলার জলঢাকা ও ডোমার উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ১৯৮টি পরিবারের মাঝে দুই শতক জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। 
সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নীলফামারীর নবনির্মিত পাকা ঘরগুলো অসহায় পরিবারগুলোর মাঝে তুলে দিবেন। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার ডোমার উপজেলার ৪২টি, জলঢাকা উপজেলায় ২৫টি, ও সৈয়দপুর উপজেলায় ১৩১টি পাকা ঘর হস্তান্তর করা হবে। সেই সাথে ডোমার ও জলঢাকা উপজেলায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকায় এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ঘোষণা করার পরও কোনো কারণে নতুন করে কেউ ভূমিহীন এবং গৃহহীন হলে ওই সব পরিবারকে একই ধরণের প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া আফরিন এ্যানি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় প্রথম পর্যায়ে ৬৩৭টি, দ্বিতীয় পর্যায়ে ১২৫০টি, তৃতীয় পর্যায়ে ১৫৮০টি ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ৪৮০টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এরই মাধ্যমে ইতিমধ্যে জেলার ৬ উপজেলার মধ্যে নীলফামারী সদর, ডিমলা ও কিশোরীগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। 

মন্তব্য করুন


 

Link copied