আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বিশ্বমঞ্চে খেলার আগে কোন বার্তা দিলেন রংপুরের ক্রিকেটাররা?

বুধবার, ২০ নভেম্বর ২০২৪, বিকাল ০৭:০১

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক:  দেশের সীমানা পেরিয়ে রংপুর রাইডার্স অংশ নিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। নভেম্বরের শেষ দিকে শুরু হবে গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলবে রংপুর রাইডার্স। বিভিন্ন দেশের ক্লাব নিয়ে হতে চলা আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর। টুর্নামেন্টে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিয়েছে দলটি। রংপুরের জার্সিতে খেলবেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিনরা।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছানোর আগে ইতালির মিলানে যাত্রা বিরতি দিয়েছে রংপুর‌। ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকের প্রতি বার্তা দিয়েছেন সৌম্য-সোহানরা। সেই ভিডিও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে রংপুর রাইডার্স।

দলের তারকাদের কন্ঠে ভালো করার প্রত্যয়। তাদের মতে এই লড়াই কেবল রংপুরের নয়, গোটা বাংলাদেশের। রংপুরে দুই তারকা আফিফ হোসেন ধ্রুব ও সাইফউদ্দিন জানান, এবারের জয়ের লড়াই (রংপুরের স্লোগান) গোটা বাংলাদেশের। সকলের সমর্থন আশা করছেন তারা। সৌম্য সরকার বলেন, ‘রংপুর রাইডার্সের হয়ে এবার যাচ্ছি বিশ্বমঞ্চে পারফর্ম করতে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে খেলতে যাচ্ছি আমরা।’

টুর্নামেন্টে ভালো করার বিষয়ে আশাবাদী রংপুরের অধিনায়ক সোহান। তার মতে এটি খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে টুর্নোমেন্ট খেলতে যাওয়া অনেক বড় বিষয় মনে করেন সোহান। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের খেলোয়াড়দের জন্য এটি বড় সুযোগ। এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়া ইতিবাচক। দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটি অনেক বড় ব্যাপার। আমাদের জায়গা থেকে চেষ্টা করব শতভাগ দেওয়ার, ভালো কিছু করার। যাতে, ভবিষ্যতে আমাদের ক্রিকেটের ভালোর জন্য এমন সুযোগ আরও আসতে পারে।’

মন্তব্য করুন


Link copied