ডেস্ক: রাশিয়া পাঁচ দিনের সময় বেঁধে দিলেও যুদ্ধের ৫০ দিন পর্যন্ত টিকে থাকায় ইউক্রেনীয় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে রুশ বাহিনীর প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘কিন্তু তারা জানতো না ইউক্রেনীয়রা কতটা সাহসী, স্বাধীনতা এবং নিজের পছন্দমাফিক জীবনের সম্ভাবনা (ইউক্রেনীয়দের)কতটা গুরুত্বপূর্ণ’।
দেশের জন্য লড়াই করা নাগরিকদের অভিনন্দন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘৫০ দিন টিকে থাকা একটি অর্জন। লাখ লাখ ইউক্রেনীয়র অর্জন।’
রুশ যুদ্ধজাহাজ মস্কোভার ডুবিয়ে দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধের সাহসীকতার নানা তথ্য তুলে ধরেন তিনি। তবে রাশিয়া দাবি করেছে অগ্নিকাণ্ডের কারণেই ডুবে গেছে জাহাজটি।