আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫ ● ১৯ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

পার্লামেন্টে নিরাপত্তা আইন পাস
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

ইসরায়েলের হামলা
গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

জুনে সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জনের প্রাণহানি

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ১২:০১

Ad

নিউজ ডেস্ক:  গেল জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৯৬ জনের প্রাণহানি হয়েছে। আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন।

বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৪ জন নারী রয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ে ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৮ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, জুনে সড়ক দুর্ঘটনায় ১২০ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ১৭ দশমিক ২৪ শতাংশ। আর ১৫ দশমিক ২২ শতাংশ চালক ও পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুন মাসে ১৮টি নৌ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ১৩ জন।

 

এছাড়া, ৫৩টি রেল দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ্যে ২২৮ জনই মোটরসাইকেল আরোহী, যা মোট মৃত্যুর ৩২ দশমিক ৭৫ শতাংশ।

বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৩ জন। এ ছাড়া ট্রাক, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, ডাম্পট্রাক ও পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৪ জন।

এ ছাড়া, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপ দুর্ঘটনায় নিহত হয়েছে ২২ জন।

তিন চাকার যানবাহন—ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫১ জন।

দেশে তৈরি যানবাহন— নছিমন, ভটভটি, মাহিন্দ্রা ও টমটম দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৪ জন। ১৪ জন সাইকেল আরোহী ও রিকশা যাত্রী নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে জাতীয় মহাসড়কগুলোতে ২৯৬টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৯৬ শতাংশ। আঞ্চলিক সড়কে ২৪৩টি বা ৩৫ দশমিক ২৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

এছাড়া, গ্রামীণ সড়কে ৫৯টি, শহর এলাকায় ৮৭টি এবং অন্যান্য স্থানে ৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied