নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ ছিল। প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ে ফিরেছিল টাইগাররা।
কিন্তু শেষ ম্যাচে আর পারলো না। আরও একবার চরম ব্যাটিং ব্যর্থতা দেখালো মেহেদী হাসান মিরাজের দল। পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।