আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ইরানের রেড লাইনগুলো কী কী?

শুক্রবার, ২০ জুন ২০২৫, দুপুর ০২:৫৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশে কিছু রেড লাইন দিয়ে রেখেছে ইরান। অস্টেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবারজাদেহ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আকাবারজাদেহ বলেন, “ইরান পরিষ্কারভাবে বলেছে যে (পরমাণু প্রকল্প) ইস্যুতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুশি মনে সহযোগিতা করবে তারা। ইরান এটাও স্পষ্টভাবে বলেছে যে সামরিক বা অস্ত্র উৎপাদনের স্বার্থে নিজেদের পরমাণু প্রকল্পকে ব্যবহার করবে না তেহরান।”

“এর বিনিময়ে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান। এটা হলো ইরানের প্রথম রেডলাইন। পশ্চিমা বিশ্ব যদি এই প্রথম রেডলাইনকে সম্মান করে, তাহলে এখনই এ ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব।”

“ইরানের দ্বিতীয় রেডলাইনটি হলো— তারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের ‘গুন্ডামি’র সামনে নতিস্বীকার করবে না। সংঘাতের হুমকি কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার হুমকিকে ইরানের শাসকগোষ্ঠী এবং জনগণ ‘গুন্ডামি’ হিসেবে বিবেচনা করে।”

“তাই ভয়ভীতি বা অন্য কোনো কারণে ইরানের জনগণ আত্মসমর্পণ করবে, কিংবা আপসের পথ খুঁজবে— এমনটা আপনি আশা করতে পারেন না”, আলজাজিরাকে বলেন শাহরাম আকবারজাদেহ।

সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন


Link copied