আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

তাপমাত্রা ৮.৮ ডিগ্রি ॥ নীলফামারীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, বিকাল ০৫:১৫

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মাঘ মাসের কনকনে শীতের তীব্রতা বেড়েই চলেছে নীলফামারীতে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার দুই আবহাওয়া অফিসে সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই নির্দেশনা অনুযায়ী নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সোমবার সকাল ১০টায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান দুইদিন স্থগিত করা হয়েছে। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম চালু রাখতে শিক্ষকরা উপস্থিত থাকবেন। 
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান দুইদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সব উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। 
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক বলেন, সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক কার্যালয়ের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রা বুধবারও ১০ ডিগ্রির নিচে থাকলে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। 
খোঁজ নিয়ে জানা যায়, বন্ধের নোটিশ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে না পৌছানোর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু ছিল। ১১টা-১২টার দিকে নোটিশ পেলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি ঘোষনা করা হয়। 
অভিভাবক মহল অভিযোগ করে বলেন, সকালের দিকে শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকায় সন্তানেরা প্রতিষ্ঠানে চলে যান। পরে জানতে পারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠান দেরিতে নোটিশ পাওয়ায় সকাল ১১টার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকে। 
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় আবহাওয়া অফিসের সাথে কথা বলে সোমবার ও মঙ্গলবার দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। 
এদিকে শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। সেইসঙ্গে শীতজনিত রোগে আক্রানমশ রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। 
জেলা সদরের মড়াল সংঘ মোড়ের রিকশাচালক আহসান হাবীব বলেন, যে ঠান্ডা, মানুষ বাইরে বের হবে কিভাবে। সবাই ঠান্ডায় ঘরে থাকলেও আমরা ঘরে থাকতে পারিনা। আমাদের তো বাড়িতে বসে থাকলে পেটে খাবার জুটবে না। বাধ্য হয়ে প্রচন্ড শীতের মধ্যেও রাস্তায় বেরিয়েছি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে নীলফামারীর তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম।
এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান বলেন, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় চলাফেরায় সবাইকে সাবধান হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো একেবারেই যাবে না। 
উল্লেখ যে, জেলায় সরকারি ভাবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ৪০ হাজার বিতরন করা হয়। এর পাশাপাশি নীলফামারীর ৫৬ বিজিবি ২৮০, র‌্যাবের পক্ষে ১ হাজার, জেলা পুলিশের পক্ষে ২ হাজার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে আরও ৫ হাজার কম্বল বিতরন করেছে। 

মন্তব্য করুন


Link copied