নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনেই ব্যাপক প্রভাব রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ধানের শীষ মার্কার। এবারের নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল না থাকায় ভোটের লড়াইয়ে একক প্রভাবশালী বিএনপির বিপরীতে অবস্থান হতে পারে জামায়াতে ইসলামীর। মাঠের তথ্য বলছে, নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভিন্ন আড্ডায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত প্রার্থী নিয়ে পার্থক্য ও মূল্যায়ন-অবমূল্যায়নের হিসাবনিকাশ চলছে। তবে সবারই ধারণা, সব আসনেই বিএনপির সঙ্গে জামায়াতেরই লড়াই হবে।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। এটি ছিল তার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের সংসদীয় আসন।
দলীয় নেতারা জানান, দিনাজপুরের এই আসনে বিএনপির শাসনামলের উন্নয়নের চিত্র এখনো দৃশ্যমান। তাই যে যে দল থেকেই নির্বাচন করুক না কেন, এখানে বিএনপির অবস্থান শক্ত। তাই বেগম খালেদা জিয়াকে নির্বাচনে হারানো কঠিন হবে। এ আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ময়নুল আলম, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ মাওলানা রেজাউল করিম প্রার্থী হয়েছেন।