আর্কাইভ  সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫ ● ৮ পৌষ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

পরীক্ষা ছাড়াই রিপোর্ট
পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

বেরোবিতে আবাসিক হলে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম ছাত্রদলের

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:১৮

Advertisement

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক হলে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান। 
 
সোমবার (২২ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে স্বাগত মিছিলে এসব কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, , বেরোবির আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের কিছু কর্মী অবস্থান করছে। তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। গত ১৫ জুলাই আবু সাঈদ দিবসের আগের দিন রাতের আঁধারে দেয়াল লিখন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা ২৪ ঘন্টার মধ্যে বেরোবির প্রসাশনকে বলে দিতে চাই ছাত্রলীগের পদধারী,ছাত্রলীগের কর্মী যারা এখনও দিনের পর দিন হলে থেকে তারা বঙ্গবন্ধুর ছবি ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের অতিসত্বর এই ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয়ের হল থেকে বিতাড়িত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
 
জহির রায়হান বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনীতি এগিয়ে চলেছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তারেক রহমান প্রবাসে থেকেও দল ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
এসময় অংশগ্রহণকারীরা— ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে’, ‘তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।
 
সমাবেশে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে অচল বাংলাদেশ সচল হবে এবং দুঃশাসনের অবসান ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফসল হিসেবে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা ছাত্রদলের প্রত্যাশা পূরণ করবে। 
 
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন


Link copied