স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ ঢাকার আশুলিয়া এলাকায় চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামী মোহাম্মদ বাদশাকে (৪৩) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর নীলফামারী ক্রাইম প্রিভেনশন কো¤পানী (সিপিসি-২) এর আভিযানিক দল। সোমবার (১৮ এপ্রিল) নীলফামারী র্যাবের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় র্যাব-১৩ নীলফামারী সিপিসি -২ এর সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, রবিবার (১৭এপ্রিল) রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের ঘাগড়া আরাজি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা নওগাঁ জেলার বাসিন্দা।
র্যাব জানায় ঢাকার আশুলিয়ার ইয়ারপুকুর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করে বাদশা। এ ঘটনায় মামলা করেন শিশুটির মা আশুলিয়া থানায়। ঘটনার পর থেকে পলাতক থাকে বাদশা। এরই প্রেক্ষিতে ছায়া তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাদশা ধর্ষণের কথা স্বীকার করেছে।