আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সেনা-র‍্যাব-পুলিশের পাহারায় ৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, রাত ০৯:১৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের স্কুল ও কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ ছিলেন।

বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা মাইলস্টোন স্কুল ও কলেজের পাঁচ নম্বর ভবনের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর আগে, আজ বেলা ৩টা ২ মিনিটের দিকে কড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় একবার গাড়িবহর নিয়ে বের হন তাঁরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতায় পড়েন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা পুনরায় ক্যাম্পাসের ভেতরে চলে যান। এ সময় বাড়ানো হয় পুলিশের সংখ্যা, মোতায়ন করা হয় সেনাবাহিনী ও র‍্যাব।

সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রধান ফটকের সামনে মানব ঢাল তৈরি করে বহিরাগতদের সরিয়ে দেয়। দিয়াবাড়ি গোল চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে কড়া পুলিশ পাহারায় কলেজের প্রধান ফটকের ডানপাশে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর প্রধান ফটকে প্রবেশ করে তাদের গাড়িবহর। ডিপোর ভেতরের সড়ক ধরে তারা দিয়াবাড়ি পশ্চিম দিকের সেনা ক্যাম্পের দিকে যায়। বেড়িবাঁধে উঠে তারা পুনরায় উত্তরা সাউথ মেট্রো স্টেশন দিয়ে চলে যান। এ সময় তাদের গাড়িবহরের সঙ্গে কড়া পুলিশ পাহারা দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেলের ডিপোর ভেতর দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা মিরপুরের বেড়িবাঁধ ধরে গাড়িবহর নিয়ে বের হয়েছেন।’

মন্তব্য করুন


Link copied