আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

হাকিমপুরে ইউপি সদস্যর রহস্যজনক মৃত্যু পরিবারের সন্দেহ হত্যা করা হয়েছে

বুধবার, ৯ জুলাই ২০২৫, রাত ০৯:৫৭

Advertisement Advertisement

হিলি ( দিনাজপুর)  প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে বর্তমান ইউপি সদস্য (মেম্বার) হারুনুর রশিদ হারুন (৪২) এর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যু সন্দেহজনক মনে হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ইউপি সদস্য হারুনুর রশিদ। 
 
নিহত হারুনুর রশিদ উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামের আব্দুল মজিদ এর ছেলে। তিনি আলিহাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্যর দ্বায়িত্ব পালন করছিলেন। 
 
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত (৮ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে হারুন মেম্বার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাড়ির পাশে একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন তিনি নিজেই মোবাইল ফোনে গ্রামের কয়েকজনকে জানান যে তিনি ওই স্থানে পড়ে আছেন। পরে কয়েকজন গ্রামবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বললে দ্রুত বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে আজ (৯ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ বাড়িতে আনা হলে পিতা আব্দুল মজিদ মিয়া ছেলের মৃত্যু সন্দেহ হওয়ায় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসে। 
নিহতের পিতা আব্দুল মজিদ মিয়া বলেন, গ্রামবাসী আমাকে ডেকে বলে আপনার ছেলে মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলো। তার দাবি ছেলের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং সেটি তদন্ত হওয়া প্রয়োজন। তাই নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন। 
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক জানান, দুপুর দেড়টার দিকে খবর পাই যে, আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামের সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গে সঙ্গে হাকিমপুর সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ মহোদয় ও পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম সহ পুলিশের চৌকস দল ঘটনা স্থলে পৌঁছে মেম্বারের মৃত্যু পরিবার ও আত্মীয় স্বজনদের সন্দেহ জনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে মামলা দায়ের হলে মামলা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

মন্তব্য করুন


Link copied