আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা

রবিবার, ৬ জুলাই ২০২৫, দুপুর ০৪:৪৯

Advertisement Advertisement

দিনাজপুর প্রতিনিধি ;  ‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপান করার ১৫ দিন পর মারা গেছে ১৪ বছর বয়সী এক কিশোরী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

বোচাগঞ্জ থানার মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরী দাদার বাড়িতে দাদির সঙ্গে থাকতো। প্রতিবেশী দাদা মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন থেকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অবশেষে ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি।  

এ বিষয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় বোচাগঞ্জ থানায় গত ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই বোচাগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগে মোসলেম উদ্দীনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied