স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় নীলফামারীর ৬ উপজেলায় গত ২৯ ডিসেম্বর/২৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন ভোটের মাঠে দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। তারা নির্বাচনি মাঠে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। ভোট গ্রহণের তিনদিন পর অর্থাৎ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।
ইতোমধ্যে নীলফামারীর সংসদীয় চারটি আসনের ছয় উপজেলায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির ১৪ প্লাটুন বিজিবি মাঠে মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ রির্টানিং অফিসারের সিদ্ধান্ত ও পরামর্শক্রমে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ রির্টানিং অফিসারের চাহিদা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে ২৭ জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছে। এবার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫৬৩টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ৩ হাজার ৩৫৪ টি রাখা হয়েছে। যাতে করে দ্রুত ভোটাররা ভোট প্রদান করতে হয়রানীর শিকার না হয়। এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হবে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবিবাহিনীর ৭ প্লাটুন, বিজিরি ১৪ প্লাটুন, র্যাবের ৪ প্লাটুন নির্বাচনী মাঠে রয়েছে।