আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যেসব আচরণ দেখলে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:১৪

Advertisement

ডেস্ক: প্রেম কেবল মুখের ভাষা নয়, শরীরের ভাষাও। প্রেমে পড়লে সব সময় মুখে বলা হয়ে ওঠে না। তার জন্য সময় আর সুযোগ প্রয়োজন হয়। আবার ভালোলাগার কথা জানাতে কেউ কেউ একটু বেশিই সময় নিয়ে ফেলে। তবে এমন পাঁচটি আচরণ আছে যেগুলোর মাধ্যমে মুখে না বলেও একজন আরেকজনের প্রতি প্রেমের প্রকাশ করে থাকেন। 

১. বারবার চোখাচোখি: কেউ যদি আপনার প্রেমে পড়ে যায় তাহলে দেখবেন কথা শুরু করার  ক্ষেত্রে অস্বস্তিতে পড়ে যাচ্ছে। কিন্তু বার বার চোখাচোখি হতে পারে। খেয়াল করে দেখবেন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবে। 

২.  অঙ্গভঙ্গি অনুসরণ: আপনি যেভাবে হাঁটেন, যেভাবে কথা বলেন, এমনকি যেভাবে হাসেন; দেখবেন যে সেও একইভাবে হাঁটার, কথা বলার এবং হাসার চেষ্টা করছে। 

৩. মনোযোগ: যে আপনাকে পছন্দ করে, আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় দেখবেন যে আপনার প্রতি তার গভীর মনোযোগ রয়েছে। আপনি কোন পোশাকটি পরেছেন, সেই পোশাকের রং কেমন; এই পোশাকে আপনাকে কেমন লাগছে-  সে তার সবটুকু খেয়াল করবে। দেখে ভালো লাগলে তার ঠোঁটে  এক চিলতে হাসিও দেখতে পাবেন। 

৫. ঈর্ষান্বিত আচরণ: আপনার মুখে অন্য কারও প্রশংসা শুনলে, কারও সঙ্গে কথা বলা দেখলে সে ঈর্ষান্বিত আচরণ করতে পারে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

মন্তব্য করুন


Link copied