আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার  কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

রংপুরসহ পাঁচ জেলায় পদযাত্রা
তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

কেমন হবে আপনার অফিস লুক?

রবিবার, ১৮ আগস্ট ২০২৪, দুপুর ১১:১৭

Advertisement

ডেস্ক: অফিসের সাজপোশাকে ছিমছাম থাকাটা খুবই জরুরি। তবে পুরো লুকে এলিগ্যান্ট একটা ভাব থাকা চাই। হালকা মেকআপ, পরিপাটি চুল আর পোশাকে ভিন্নতা। সব মিলিয়ে নিত্যদিনের কর্মজীবন সুন্দর করে শুরু হোক, সেটাই তো সবাই চান।

কেমন হবে আপনার অফিসের লুক? আর কোন পোশাকই বা বাছাই করব? এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরতে পারে আপনার? কর্মজীবনে সাজপোশাক কেমন হওয়া উচিত তার পুরোটাই নির্ভর করছে অফিসের পরিবেশের ওপর।

অফিসের সাজপোশাকের সঙ্গে আপনার লুক কেমন হবে সে পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

পুরুষদের জন্য

শার্ট : সাদা বা হালকা রঙের শার্ট সব সময় ভালো দেখায়। সুতির শার্ট আরামদায়ক হবে।

প্যান্ট: কালো বা নীল রঙের ফরমাল প্যান্ট বেছে নিন। ফিট করা প্যান্ট ভালো দেখাবে।

স্যুট: বিশেষ অনুষ্ঠানে স্যুট পরতে পারেন।

জুতা : ব্ল্যাক বা ব্রাউন রঙের ল্যাথার জুতা ভালো দেখাবে।

অন্যান্য: টাই, বেল্ট, ঘড়ি ইত্যাদি অ্যাকসেসরিজ ব্যবহার করতে পারেন।

নারীদের জন্য

শার্ট: সাদা বা হালকা রঙের শার্ট, ব্লাউজ বা টপস পরতে পারেন।

প্যান্ট : কালো, নীল বা ধূসর রঙের ফরমাল প্যান্ট বা স্কার্ট পরতে পারেন।

স্যুট : বিশেষ অনুষ্ঠানে ফরমাল স্যুট পরতে পারেন।

শাড়ি: শাড়িও অফিসের জন্য একটি ভালো পোশাক।

জুতা: হিল, ফ্ল্যাট বা লো হিলের জুতা পরতে পারেন।

অন্যান্য: ঘড়ি, কাফ, নেকলেস ইত্যাদি অ্যাকসেসরিজ ব্যবহার করতে পারেন।

সাধারণ কিছু টিপস

পোশাক পরিষ্কার রাখুন: পোশাক সব সময় পরিষ্কার এবং ইস্ত্রি করা থাকতে হবে।

আরামদায়ক হোন: পোশাক পরে আপনার যাতে আরাম হয়, সেদিকে খেয়াল রাখুন।

মেকআপ (নারীদের জন্য): হালকা মেকআপ করুন।

চুল: চুল পরিষ্কার এবং স্টাইলিশ রাখুন।

মন্তব্য করুন


Link copied