আর্কাইভ  রবিবার ● ১৩ জুলাই ২০২৫ ● ২৯ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৩ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

পুরুষদের রঙিন পোশাক কেন এখন ট্রেন্ডে?

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, দুপুর ০৩:৩০

Advertisement

নিউজ ডেস্ক: পৃথিবীজুড়ে আরাম ও স্বস্তিদায়ক পোশাক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আরাম ও স্বস্তিদায়ক পোশাকে যেমন প্রাধান্য পায় ম্যাটেরিয়াল, সেই সঙ্গে রংও বেশ গুরুত্বপূর্ণ। হালকা রংগুলোতেই মূলত স্বস্তি বেশি। তবে সাম্প্রতিক ফ্যাশন সপ্তাহগুলোতে পুরুষদের ফ্যাশনে রঙিন পোশাকে উপস্থাপন করতে দেখা গেছে, ডিজাইনাররা লাল, হলুদ এবং সবুজের মতো উজ্জ্বল রঙের উপর কেন্দ্র করে পোশাক ডিজাইন করেছে।

পোশাকে ক্যাজুয়াল ও স্ট্রিট স্টাইলের মিশ্রণ করে এক নতুন আমেজ তৈরি করেছে। স্ট্রিট কিংবা ক্যাজুয়াল স্টাইল যা-ই হোক না কেন? পোশাকে আরামকেই প্রাধান্য দিয়ে উজ্জ্বল রং ব্যবহার করা হচ্ছে। উজ্জ্বল রং মানুষের মধ্যে আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেয়, ফ্যাশন সচেতনতা বৃদ্ধি করে এবং বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে সাহায্য করে। তাই উজ্জ্বল রং ছেলেদের ফ্যাশনে নতুনত্ব এনে দিয়েছে। যা ছেলেদের আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করতে সাহায্য করছে বলেই সবাইকে উজ্জ্বল রঙের পোশাকের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

ফ্যাশেন নতুন পোশাক
বর্তমানে সবচেয়ে সফল বিলাসবহুল পুরুষদের পোশাক ব্র্যান্ডগুলো মধ্যে ব্রুনেলো কুসিনেলি অন্যতম। এবারের মিলান ফ্যাশন উইকেকে তাদের উজ্জ্বল রঙের পোশাক প্রদর্শন করে বেশ আলোড়ন তৈরি করেছে। তাদের মতে ফ্যাশন সপ্তাহের ব্র্যান্ডগুলো ফ্যাশনেবল পুরুষদের ছোট অংশের জন্য পোশাক তৈরি করে। যা বিশ্বব্যাপী প্রায় ১৫ থেকে ২০ শতাংশ হবে। বাকি ৮০ শতাংশ পুরুষদের পোশাক ডিজাইন করা হয় না। ফ্যাশনকে সব পুরুষদের কাছে পৌঁছে দিতে সবার জন্য পোশাক ডিজাইন করা উচিত।

পোশাকের ক্ষেত্রে হালকা, মার্জিত এবং আরামের বিষয়টি লক্ষ্য রেখে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানা তাদের নিজস্ব ডিজাইনের পায়জামা উজ্জ্বল রঙের ব্যবহার করেছে। যা আসলেই বলে দেয় এই বছরের পুরুষের পোশাকে উজ্জ্বল রঙের গুরুত্ব কতখানি। এছাড়া জোনাথন অ্যান্ডারসনের ডিওরও ১৮ শতকের ফরাসি অভিজাতদের পোশাক ডিজাইন করে ফ্যাশনের নতুন যুগ সৃষ্টি করেছেন।

আমাদের দেশীয় হাউজে উজ্জ্বল পোশাক
আমাদের দেশে ফ্যাশন হাউজগুলোতে আধুনিক ট্রেন্ড ধরে রাখতে উজ্জ্বল রঙের পোশাককে প্রাধান্য দিচ্ছে। গাঢ় এবং উজ্জ্বল রংয়ের পোশাক পুরুষদের আকর্ষণীয় করে তোলে বলে শার্টে সুতি, লিনেন, সিল্ক ও ভিসকসের মতো কাপড়ে রং-নকশায় উজ্জ্বল রং ব্যবহার করছে।

পাশাপাশি নানা রকম প্যাস্টাল রং দেখা যাচ্ছে। প্রায় সব ফ্যাশন হাউসের উপকরণ ও রং নকশার ধারা একই রকম। এছাড়া প্রিন্টের ব্যবহার গত কয়েক বছর ধরে জনপ্রিয়। শার্ট, টি-শার্ট, জ্যাকেট বা পাঞ্জাবি সবকিছুতেই প্রিন্ট নকশার জয়জয়কার। ফুলেল প্রিন্ট, ডট প্রিন্ট, বল প্রিন্ট, গাছপালা এসব প্রিন্টের পোশাক ছেলেদের লুকে পরিবর্তন নিয়ে এসেছে। সুতির ক্যাজুয়াল শার্টে রঙিন প্রিন্ট জনপ্রিয়তা পেয়েছে। প্যান্টে ভারী কাপড় এড়িয়ে ডেনিম বা গ্যাবার্ডিন ব্যবহার করেছে।

তবে চিনো কাপড় সবচেয়ে বেশি আরামদায়ক। চিনোর রংও হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্টের অংশ। সাধারণ রঙের চিনোর পরিবর্তে উজ্জ্বল রংগুলো বেশি প্রাধান্য পাওয়ায় নীল, লাল, হলুদ, সবুজ বা এসব রঙের নানা ধরনের শেডের প্যান্ট ডিজাইন করা হচ্ছে।

কেন উজ্জ্বল রং ট্রেন্ডে
তরুণ প্রজন্মের মধ্যে উজ্জ্বল রঙের পোশাক পরার প্রবণতা বেশি কারণ তারা তাদের পোশাকে আধুনিকতা এবং উজ্জ্বলতা দুটোই চায়। উজ্জ্বল রঙের পোশাক ছবি তোলার জন্য উপযুক্ত, ছবিতে বেশ আকর্ষণীয় দেখায়। তাই বর্তমানে উজ্জ্বল রঙের পোশাক বেশ ট্রেন্ডি।

উজ্জ্বল রঙের পোশাক পরার সময় কিছু বিষয় মেনে চলুন-

>> গায়ের রঙের সঙ্গে মানানসই রং নির্বাচন করুন। ফর্সা ত্বকের জন্য হালকা ও গাঢ় উভয় রঙের পোশাকই মানানসই, তবে উজ্জ্বল রং বেশি আকর্ষণীয় হতে পারে।

>> উজ্জ্বল রঙের পোশাক পরার সময় অন্যান্য পোশাক এবং অ্যাক্সেসরিজ হালকা রঙের রাখুন। দিনের বেলায় উজ্জ্বল রঙের পোশাক পরুন এবং রাতে গাঢ় রঙের পোশাক পরুন।

>> ছেলেদের ফ্যাশন বর্তমানে অনেক বেশি পরীক্ষামূলক এবং বৈচিত্র্যপূর্ণ। তাই উজ্জ্বল রঙের পোশাক পরতে ভয় না পেয়ে নিজের পছন্দের রং বেছে নিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে তা পরুন।

মন্তব্য করুন


Link copied