আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি

শনিবার, ১১ জুন ২০২২, বিকাল ০৭:১১

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ পাহারের অবিরাম ভারী বৃস্টি ও উজানের ঢলে বাংলাদেশের অংশের তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি আসতে শুরু করেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। সেখানে শনিবার (১১ জুন) সকাল ৬টায় নদীর পানি ৫২দশমিক ২৫ মিটার দিয়ে প্রবাহিত হলেও তা আরও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২দশমিক ২৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। বিষয়টি নিশ্চিত করে তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র।    

তিস্তা ব্যারাজ ও নদী তীরবর্তী মানুষজন জানান, শনিবারও তিস্তা অববাহিকায় বৃস্টিপাত হয়েছে। পাশাপাশি  উজানের ঢলে তিস্তার  পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নদীর এপার ওপার অথৈই পানিতে ভরে গেছে। তুলয়ে গেছে চরের ফসলি মাঠ ও পথঘাট। কয়েকদিন আগেও যেখানে পায়ে হেটে চলাচল করা যেতো। সেখানে এখন নৌকা করে চলাচল করতে হচ্ছে।

উজানের ঢলে পানি বেড়ে যাওয়ার কারণে নীলফামারী অংশের ডিমলা উপজেলার পশ্চিম ছঅতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাপানী, জলঢাকা উপজেলা  ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী, কৈমারী ও তিস্তা ব্যারাজের ভাটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের  নদীর তীরবর্তী এলাকার নিম্লাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের সকল (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা  বলেন, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ  বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডালিয়া পয়েন্টে তিস্তাার পানি এখনও বিপদসীমার ৩২সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মন্তব্য করুন


Link copied