আর্কাইভ  সোমবার ● ১৯ মে ২০২৫ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৯ মে ২০২৫

সম্পর্কের শুরুতে যে ৪ লক্ষণ দেখলে বুঝবেন সঙ্গী ‘রেড ফ্ল্যাগ’

রবিবার, ১৮ মে ২০২৫, বিকাল ০৬:৫৪

Advertisement

ডেস্ক: প্রেমে পড়লে মন আনন্দে ভরে ওঠে, কিন্তু সম্পর্ক ভাঙার যন্ত্রণায় অনেক সময় ভাষা হারিয়ে যায়। ভেঙে পড়ে বিশ্বাস, স্বপ্ন আর মানসিক স্থিতি। তাই প্রেমের শুরুতেই কিছু সতর্কতা অবলম্বন করলে ভবিষ্যতের কষ্ট এড়ানো সম্ভব। সম্পর্ক গড়ানোর আগে কিছু ‘রেড ফ্ল্যাগ’ লক্ষ রাখা জরুরি, যেগুলো ভবিষ্যতে বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। চলুন, জেনে নিই।

মিথ্যা কথা বলা
প্রেমের ভিত বিশ্বাসে তৈরি হয়। যদি সঙ্গী শুরুতেই মিথ্যে বলেন বা কথা লুকিয়ে যান, সেটা বড় রকমের সতর্কতার সঙ্কেত। এমন আচরণ ভবিষ্যতে আরও জটিলতা তৈরি করতে পারে।

নিয়ন্ত্রণ করার প্রবণতা
যত্নের আড়ালে যদি সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করতে চান—কী পরবেন, কাদের সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন—তা হলে সেটাও সম্পর্কের জন্য বিপজ্জনক। এই ধরনের মানসিক নিয়ন্ত্রণ ভবিষ্যতে বিষাক্ত সম্পর্কে রূপ নিতে পারে।

অতিরিক্ত ঘনিষ্ঠতার চাপ
সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা তখনই আসা উচিত, যখন দুই পক্ষের সম্মতি থাকে। শুরুতেই যদি সঙ্গী শারীরিক সম্পর্ক নিয়ে চাপ সৃষ্টি করেন বা তাড়াহুড়ো করেন, তা হলে সাবধান হওয়া দরকার।

ধারাবাহিকতা ও সম্মানের অভাব
কখনও অত্যন্ত যত্নশীল, আবার কখনও সম্পূর্ণ উপেক্ষা—এই ধরণের আচরণ সম্পর্কের স্থিতি নষ্ট করে। যদি সঙ্গী রাগে প্রায়ই বিচ্ছেদের হুমকি দেন বা নিজের মেজাজের ভার বার বার আপনার উপর ফেলেন, তা হলে ভবিষ্যতে সম্পর্ক আরও টক্সিক হয়ে উঠতে পারে।

সচেতনতা থাকলে সম্পর্ক যেমন সুন্দর হয়, তেমনই ভুল সঙ্গী বেছে নেওয়ার ঝুঁকিও কমে। সম্পর্ক শুরু করার আগে তাই এই রেড ফ্ল্যাগগুলির প্রতি নজর রাখা জরুরি।

সূত্র : এই সময়

মন্তব্য করুন


Link copied